ঢাকাFriday , 26 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ ; নিহত ৩

admin
September 26, 2025 6:20 pm
Link Copied!

অনলাইন ডেস্ক ; রংপুরের দমদমা ব্রিজের কাছে পিকআপ ভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে নগরীর তাজহাট থানাধীন দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের ওপর একটি মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশে ঢাকা-রংপুর মহাসড়ক অভিমুখে এসে ইউটার্ন নেওয়ার সময় বালুর ট্রাককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে পিকআপে থাকা রংপুরের মীরগঞ্জের ইউসুফের ছেলে (পিকআপের হেলপার) আরিফ (২০), পীরগাছা উপজেলার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা (২৮) ও একই উপজেলার সাতদরগার মোতালেব হোসেনের ছেলে ওয়ালিদ নিহত হন।

পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ শাহাজান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। কিন্তু ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

আইন অনুযায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এই ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।