স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আমজুর হাট এলাকায় যাত্রীবাহী দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন : নোয়াখালী জেলার মো. সুমন (৩৩) ও আবদুল বারেক (৪০), চট্টগ্রাম নগরের তুলাতলী এলাকার নেছার (৪৫) ও মোস্তফা (৩৮), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকার রাশেদা (২৩), সিলেটের মঈনুদ্দিন (২৫) ও জুনায়েদ (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে আমজুর হাট এলাকায় দ্রুতগামী ঈগল পরিবহনের একটি বাস একই পরিবহনের অপর বাসকে পিছন থেকে ধাক্কা দিলে উভয় বাসের যাত্রীরা আহত হন। তাদের মধ্যে ৮ জনকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় নেছার আহমদ (৪৫) নামে এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাবরিনা বলেন, ‘বাস দুর্ঘটনায় আহত ৮ জনকে এখানে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত এক যাত্রীর চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।’
ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর একটি বাস জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
