অনলাইন ডেস্ক : মিরসরাইয়ে বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ৪ আনা স্বর্ণালংকার নিয়ে যায়।
শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ২টার সময় মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গড়িয়াইশ গ্রামের জামাল উদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জামাল উদ্দিনের স্ত্রী ওজিবা খাতুন বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে ঘরের কয়েকজন দরজা একাধিক ধাক্কা মারলে ঘুম থেকে উঠে চোর চোর বলে চিৎকার করে দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। এসময় বেশ কয়েকজন দ্রুত ঘরে ঢুকে বলে চুপচাপ বসে থাক, না হলে মেরে ফেলার হুমকি দেয়। তাদের মুখে মাস্ক পরা ছিল।
তিনি আরও বলেন, এসময় নগদ ৩০ হাজার টাকা, দুটি বাটন মোবাইল ও প্রায় ৪ আনা স্বর্ণ নিয়ে যায়।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, বসতঘরের চুরির বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
