ঢাকাThursday , 2 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ের ১০ তরুণ ১২০ টাকায় ; পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন!

admin
October 2, 2025 9:07 pm
Link Copied!

মাত্র ১২০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করেই বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ জন তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এ ১০ তরুণের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।


বিজ্ঞাপন


চাকরি পাওয়া ১০ জন তরুণ হলেন- শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, শাহরিয়ার নাজিম, ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং নুরুল আজাদ জিসান।

চাকরিতে সুযোগ পাওয়া হৃদয় বড়ুয়া ও শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের চাকরি করার বড় স্বপ্ন ছিল। পত্রিকায় পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করি। মাত্র ১২০ টাকা ফি-তে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাবো, তা স্বপ্নেও ভাবতে পারেনি।

তারা বলেন, যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এ আনন্দ বলে বুঝানোর মতো না।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ১০ জন কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।