স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় গরুবোঝাই ট্রাকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এসময় হান্নান শিকদার নামে গরু ব্যবসায়ীর নগদ দুই লাখ টাকা, তিনটি মোবাইল, একটি ব্যাংকের চেক এবং গরু ক্রয়ের রশিদ লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা ভবনের অদূরে চিনকীআস্তানা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হান্নান শিকদার।
হান্নান শিকদার জানান, তিনি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে গরু ক্রয় করে চট্টগ্রামে নিয়ে এসে ব্যবসা করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে খুলনা জেলার সাহপুর গো-হাট থেকে ১৩টি বড় গরু ও ৪টি বাচুর নিয়ে ট্রাকযোগে চট্টগ্রামের দিকে রওনা হন। জোরারগঞ্জ এলাকায় পৌঁছার আগে তিনি ঘুমিয়ে পড়েন।
শুক্রবার (০৩ অক্টোবর) ভোরে হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন অস্ত্রধারীরা তার গলায় রামদা ধরে সবকিছু দিয়ে দিতে বলে।
এ সময় ট্রাকের দুপাশের দরজা খোলা ছিল, চালক ও হেলপারও উপস্থিত ছিলেন না।
হান্নান শিকদার আরও বলেন, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা, তিনটি মোবাইল সেট, ব্যাংকের চেক এবং গরু ক্রয়ের রশিদ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে চালককে জিজ্ঞেস করলে তিনি জানান, প্রস্রাব করার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়েছিলেন।
হান্নান শিকদারের দাবী, ট্রাকের চালক ও হেলপারের যোগসাজশে এই ছিনতাই হতে পারে। তিনি উভয়কে আসামি করে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ট্রাকচালক রুবেল অবশ্য জানিয়েছে, তিনি প্রস্রাব করতে গাড়ি দাঁড় করানোর সময় অস্ত্রধারীদের মুখোমুখি হন এবং তারও মোবাইল লুট করা হয়; তিনি ছিনতাইয়ে জড়িত নন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।’
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকা থেকে মস্তাননগর পর্যন্ত প্রায়ই গাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
