ঢাকাMonday , 6 October 2025
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলফোন নিষিদ্ধ ; কঠোর নির্দেশনা!

admin
October 6, 2025 1:10 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধসহ একাধিক কঠোর নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মোবাইলফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কোনো শিক্ষার্থী বিনা কারণে টানা পাঁচ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে জানাতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, শিক্ষক, শিক্ষার্থীসহ সব কর্মচারী মাদকদ্রব্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। পাশাপাশি কিশোরগ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে কিংবা প্রাঙ্গণে কোনো ধরনের অশ্লীল আচরণ, অঙ্গভঙ্গি বা কর্মকাণ্ড কিংবা ছবি, ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।