ঢাকাWednesday , 8 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে সীরাতুন্নবী সম্মেলন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
October 8, 2025 5:39 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : মিরসরাইয়ে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাসূল সৈনিক যুব পরিষদের উদ্যোগে প্রথমবার সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে এই আয়োজন। 

মাওলানা ইকবাল হোসেন আল মামুন ও মাওলানা রিদওয়ানুল হক নিজামপুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন মাওলানা মকছুদ আহমেদ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন তামজিদ হাসান।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন- সিলেট জামিয়া নূরে মদীনার পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী এবং চট্টগ্রাম বাতুয়া মাদরাসার সহকারী পরিচালক মুফতি ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাসূল সৈনিক যুব পরিষদের স্বপ্নদ্রষ্টা মাওলানা আশরাফ আলী নিজামপুরী, পরিষদের শূরা সদস্য মাওলানা জাফর উল্লাহ নিজামী, মাওলানা হাফেজ শোয়াইব, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, মুফতি আরিফুল হক, মাওলানা আবদুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা আবদুল হাই আল আজাদ, মাওলানা মফিজ উল্লাহ, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমসহ মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও স্থানীয় ব্যবসায়ীগণ।

অনুষ্ঠানের শেষে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে রাসূলুল্লাহ (সা.)-এর জীবনীভিত্তিক বইপুস্তক পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।