ঢাকাMonday , 13 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এসি বিস্ফোরণে চমেক হাসপাতালে টেকনিশিয়ানের মৃত্যু, দগ্ধ দুই!

admin
October 13, 2025 7:09 pm
Link Copied!

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে শওকত ওসমান (২৮) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুইজন টেকনিশিয়ান। 

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের ছয়তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত ওসমান চট্টগ্রামের পতেঙ্গার বিজয়নগর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন : তানভীর ও মেসকাত; দুজনেই পিডিবির আউটসোর্সিং টেকনিশিয়ান।

তথ্যটি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘এসির বক্স লাইনের মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে শওকত সাততলা থেকে পড়ে মাথায় আঘাত পান। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। দুপুর ৩টার দিকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

তিনি আরও বলেন, ‘অন্য দুই আহতের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।