মিরসরাইয়ে বন্ধ হচ্ছেনা ছুরি,ডাকাতি : পরিবারের শিশু সদস্যদের জিম্মি ও নারীদের ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি!
পরিবারের শিশু সদস্যদের জিম্মি ও নারীদের ধর্ষণের হুমকি দিয়ে মিরসরাইয়ে এক রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার, ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
গতরাত দেড়টায় ও ভোর ৪ টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামে কুয়েত প্রবাসী মান্নান মিয়া ও সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার বাড়িতে এই পৃথক ডাকাতির ঘটনা ঘটে।
কুয়েত প্রবাসী মান্নান মিয়ার ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। পরে বাড়ির দ্বিতীয় তলায় উঠে ভাড়াটিয়া আসমা খাতুনের ষ্টিলের আলমিরা ভেঙে ফেলে।
এছাড়া রাজিয়া সুলতানার ঘরের ছেলের জমানো মাটির ব্যাংক ভেঙে প্রায় ৪ হাজার টাকা নিয়ে যায়।
একইদিন ভোর ৪ টার দিকে সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার বাড়িতে হানা দেয় ডাকাতরা।
এসময় ৫০ হাজার টাকা, ৭ টি কম্বল ও একটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।
