মিরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে চুরি ডাকাতি মাদকসহ বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করছে মীরসরাই থানা পুলিশ, গতকাল (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন : মোঃ নাজমুল ইসলাম প্রঃ সাজিদ (২৮), পিতাঃ মোঃ সালাউদ্দিন, মোঃ একরামুল হক (৩২), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম।
রাকিবুল হোসেন (৩৪), পিতা-মৃত বজলুর রহমান, মোঃ ওমর ফারুক(২৬), পিতা-রবিউল হোসেন ভোলা,রাকিবুল ইসলাম(২১), পিতা-শহিদুল ইসলাম। গ্রেপ্তার আসামিদের বাড়ী মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন মীরসরাই উপজেলার চুরি ডাকাতি মাদকসহ বিভিন্ন অপরাধাতের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের অভিযান চলছে অভিযানে চুরি ডাকাতি মাদকসহ একাদিক মামলার পাঁচ আসামিকে আটক করা হয়, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
