স্টাফ রিপোর্টার : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম মেট্রো–জ ০৪-০০৬২ নম্বরযুক্ত চন্দ্রঘোনাগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন যাত্রী আহত হন। তবে বাকিরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত বাসে থাকা নিশান মারমা নামের এক যাত্রী সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাগ্যক্রমে বাসে যাত্রী কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান কামাল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার পর থেকেই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
