ঢাকাMonday , 20 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ছুরিকাঘাত করে পর্যটকের মোবাইল ছিনতাই : গ্রেফতার ৫

admin
October 20, 2025 2:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় ১০টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এমন তথ্য জানিয়েছেন তিনি।

গ্রেফতার হলেন : কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক প্রকাশ কানাইয়া (৪০), টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)। গ্রেফতার আসামি ৫ জনই পেশাদার ছিনতাইকারী।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, রোববার (১৯ অক্টোবর) বিকেলে কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে টাঙ্গাইলের এক পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে তৎক্ষণিক কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনায় জড়িত ছিনতাই চক্রের ৫ জন পেশাদার ছিনতাইকরীকে আটক করে। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।