ঢাকাWednesday , 22 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে ভবন অস্ত্র গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ : গ্রেফতার ৩

admin
October 22, 2025 10:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জ শহরে বহুতল আবাসিক ভবনে গোয়েন্দা পুলিশের অভিযানে একশ রাউন্ড গুলি, দেশি অস্ত্র পাইপগান ও ককটেল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহরের মানিকপুর এলাকার একটি আবাসিক ভবনে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন : ভবনের মালিক আব্দুল হালিম মীর (৬০), তার দুই ছেলে শফিকুল মীর (৪০) ও সোহেল মীর (৩৯)।

অভিযুক্তরা সবাই মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। গত এক বছর আগে এলাকাটিতে ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন তারা।

যেকোন নাশকতা তৈরির পরিকল্পনায় চক্রটি এসব অস্ত্র মজুত করছিল বলে জানিয়েছে পুলিশ।

জব্দ করা সরঞ্জমের মধ্যে ছিল- ১টি পাইপগান, ১শ রাউন্ড গুলি, ককটেল বোমা তৈরির সরঞ্জাম, দেশি বিদেশি মুদ্রা, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেটসহ দেশীয় বিভিন্ন অস্ত্র।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবন মালিকসহ তিন জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৫ তলা ভবনটি ঘিরে ফেলে ডিবির সদস্যরা। পরে শফিকুল মীর নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ভবনের বিভিন্ন জায়গা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

এর মধ্য বিপুল সংখ্যক ককটেল তৈরির কৌটা, এক বস্তা কাচের বোতল, বুলেটপ্রুফ জ্যাকেট, শটগান, গুলি, ৫টি হেলমেট, নগদ ৩ লাখ দেশি টাকা ও বিভিন্ন দেশের বিদেশি অর্থ পাওয়া গেছে। চক্রটি নাশকতার উদ্দেশে প্রস্তুতি নিয়েছিল কিনা বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।