ঢাকাSunday , 26 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ২ ছিনতাইকারী গ্রেফতার

admin
October 26, 2025 5:57 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ওই দুই ছিনতাইকারীদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন : ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার ফেলা মোল্লার ছেলে দুদু মিয়া ওরফে সায়েম (২১) ও মুন্সিবাজার এলাকার মৃত সিদ্দিক বেপারীর ছেলে খাজা বেপারী (২০)।

এদিকে, এর আগে গত শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ৮ জন ছিনতাইকারীকে আটক করেছিল পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ফরিদপুর শহরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ছিনতাইকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এরা গভীর রাতে এলোমেলো ঘুরাফেরা করছিল। তাদের প্রশ্ন করা হলে ঘুরাফেরার সঠিক কারণ জানাতে পারেনি।

তিনি বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছিনতাইকারীকে ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।