ঢাকাFriday , 31 October 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ইলিশ বিক্রির ফাঁদ : চক্রের ২ সদস্য গ্রেফতার

admin
October 31, 2025 3:21 am
Link Copied!

‎অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে কমদামে লোভনীয় অফারে ইলিশ বিক্রীর বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।

‎‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎‎গ্রেফতার আসামিরা হলেন : মো. সাইফুল ইসলাম ও মো. রিফায়েত মোল্লা। তাদের গ্রামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামে।

‎‎মাহফুজ আলম রাসেল জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক ভুক্তভোগী ফেসবুকে ‘চাঁদপুর ইলিশের হাট’ ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার’ নামের পেজে লোভনীয় বিজ্ঞাপন দেখে ইলিশ কেনার অর্ডার করেন। অর্ডার কনফার্মেশন বাবদ বিকাশে ৫৫০ টাকা পাঠানোর পর প্রতারকরা নেটওয়ার্ক সমস্যা, ডেলিভারি জটিলতা ও ভয়ভীতি দেখিয়ে মোট ১৯ হাজার ৩৪৮ টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীকে ব্লক করে মোবাইল নম্বর বন্ধ করে দেয় তারা।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাটারা থানায় মামলা হয়।

‎‎এরপর এ ঘটনায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দুই প্রতারককে বুধবার (২৯ অক্টোবর) রাতে খুলনার সোনাডাঙ্গা থানার আউটার বাইপাস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।