ঢাকাSaturday , 1 November 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে গলায় ছুরি ধরে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

admin
November 1, 2025 12:14 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে গৃহবধূর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ভুক্তভোগী পরিবারের সদস্যদের ০৭ মোবাইল ফোন, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ, ১০ লাখ টাকার মালামাল লুট করেছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য নুর উদ্দীন জানান, রাত তিনটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে বাড়িতে প্রবেশ করে।

‘কিছু বুঝে ওঠার আগে তারা সবাইকে জিম্মি করে আমার ভাবির গলায় ছুরি ধরে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে আমার ঘরে এসে আমার হাত-পা বেঁধে সব মালামাল নিয়ে যায়,’ তিনি বলেন।

অন্য সদস্য শাহেদা আক্তার জানান, একই ছাদের নিচে ১০ কক্ষ বিশিষ্ট ভবনে চার পরিবার বসবাস করে।

‘প্রথমে ডাকাতরা আমার মেজ দেবরের ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ধরে। এরপর তারা ছোট দেবরের ঘরে প্রবেশ করে ডাকাতি চালায়। বিষয়টি বুঝতে পেরে আমি প্রতিবেশীদের মোবাইলে জানালে ডাকাতরা দ্রুত চলে যায়।’

স্থানীয় বাসিন্দা নুরুল করিম বাবলু বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে বাড়ি হওয়ায় ডাকাত দল সহজে চলে গেছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সকাল ৬টা পর্যন্ত ডিউটি করেছি।

রাত-দিন কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ না পেলেও একাধিক টিম এবং ডিবি টিম এ বিষয়ে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।