অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন : সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
