স্টাফ রিপোর্টার : দুবাই থেকে দেশে ফেরা এক যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি–নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
প্রকৌশলী খলিল জানান, রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস–৩৪৪ ফ্লাইটটি অবতরণের পর আন্তর্জাতিক আগমনী হলে দুবাইফেরত যাত্রী মো. রাকিবুল ইসলামকে তল্লাশি করে ৩২৬ কার্টন বিদেশি সিগারেট এবং ৪৮টি আমদানি–নিষিদ্ধ ক্রিম উদ্ধার করা হয়।
জব্দকৃত সিগারেটের শুল্কযোগ্য মূল্য ১১ লাখ ৪১ হাজার টাকা।
তিনি আরও জানান, রাকিবুল ইসলামের বিরুদ্ধে এমন অনিয়ম প্রথমবার শনাক্ত হওয়ায় সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সিগারেটগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
