ঢাকাWednesday , 19 November 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড ; ১৭০টিরও বেশি ভবন পুড়ে ছাই

admin
November 19, 2025 7:06 pm
Link Copied!

আর্ন্তজাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলাতে মঙ্গলবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাতভর জ্বলতে থাকা আগুনে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে।

দেশটির জাতীয় অগ্নি নির্বাপণ সংস্থা জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগুন মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে সূত্রপাত করে। দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অন্তত ১৭৫ জন বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনের সঠিক উৎস এখনও শনাক্ত করা যায়নি এবং এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড় ঘেরা এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইতা প্রিফেকচারের অনুরোধে সামরিক অগ্নিনির্বাপণ হেলিকপ্টার পাঠানো হয়েছে।

কিউশু দ্বীপের এই উপকূলীয় শহরটি সাগানোসেকি মৎস্যবন্দর এবং উচ্চমানের ম্যাকারেল মাছ উৎপাদনের জন্য পরিচিত। শহরটি টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।