অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ২৫০টি দোকান উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বালুখালী মরা গাছতলা এলাকায় অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন। উত্তেজনা এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব দোকান থেকে প্রতি মাসে ১০-২০ লাখ টাকা ভাড়া আদায় করতো। অভিযানের মাধ্যমে প্রায় ৫ একর বনভূমি জবর দখলকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বনবিভাগ জবর দখলকারীদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
উখিয়া বনবিভাগ সূত্র জানায়, সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে যে দোকানগুলো ব্যবহার হচ্ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এলাকার নিরাপত্তা এবং সুশৃঙ্খল বসতি বিন্যাস নিশ্চিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, যৌথ অভিযান চালিয়ে ২৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং প্রায় ৫ একর জায়গা জবর দখল মুক্ত করা হয়েছে।
