স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে ডিএনসির দল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রংপুর–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন : বেলি আক্তার (২৪) ও সায়না বেগম (৩২)।
গ্রেফতার হওয়া বেলি আক্তার বগুড়া পৌরসভার উত্তর চেলোপাড়া গ্রামের মেড রোহান ইসলামের স্ত্রী ও সায়না বেগম লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর বাগীচাটারী গ্রামের আকতার হোসেনের স্ত্রী।
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এতে যাত্রীবেশে থাকা ওই দুই নারীর দেহ তল্লাশিতে বিশেষ কায়দায় তাদের বোরকার নিচে, পেটে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় মোট ৫০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক তপন কুমার রায় বলেন, জব্দ করা মাদকে দাম প্রায় দেড় লাখ টাকা।
গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
