ঢাকাThursday , 11 December 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন ভিসা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

admin
December 11, 2025 5:35 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে (২৫) করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

বুধবার (১১ ডিসেম্বর) ভোরে সৈয়দপুর থানার খালিসা ধুলিয়া এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা।

ডিবি সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলার বাসিন্দা নিজাম উদ্দিন (৫৬)সহ মোট ৮৫ জন ভুক্তভোগী অনলাইন প্রতারণার মাধ্যমে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা হারানোর অভিযোগ করেন।

পুলিশের নির্দেশে অভিযোগের সত্যতা যাচাই শুরু করলে প্রতারণার প্রাথমিক প্রমাণ মেলে।

পুলিশ পরিদর্শক আকতার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার ভোরে অভিযানে নামলে প্রতারক চক্রের মূল হোতা সোহেল রানা বাবুকে আটক করা হয়। তার বাড়ির পেছনের একটি কক্ষ থেকে ১৯টি জাল পাসপোর্ট, টাকা লেনদেনের হিসাববহি, একটি সিডনি–ভিত্তিক প্রতিষ্ঠানের জাল আইডি কার্ড, ‘আব্দুর রাজ্জাক’ নামে আরেকটি আইডি কার্ড, কানাডিয়ান মুদ্রার ১০০০, ৫০০ এবং ১০০ ডলারের ৩টি জাল নোটের বান্ডিল, বিভিন্ন দেশের আরও দুটি জাল মুদ্রার বান্ডিল এবং প্রতারণায় ব্যবহৃত একটি ল্যান্ড ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্বীকার করেছে, সহযোগীদের সঙ্গে মিলে ভিসা প্রদানের আশ্বাস দিয়ে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।

এছাড়া জাল মুদ্রা তৈরি, সংরক্ষণ ও ব্যবহারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথাও জানিয়েছে।

অভিযানের সময় সরকারি কাজে বাধা দান ও পুলিশকে ভয়ভীতি প্রদর্শনের দায়ে পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।