ঢাকাSunday , 21 December 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসলাম চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত

admin
December 21, 2025 7:58 pm
Link Copied!

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে চাউর হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার পর থেকে এ খবর চাউর হয়। ওই বৈঠকে আমন্ত্রণ পেয়ে অংশ-ও নিয়েছেন বিএনপির এই নেতা।

বৈঠকে অনুপস্থিত ছিলেন সম্ভাব্য মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন।

দলীয় সূত্র বলছে, মনোনয়ন পুনর্বিবেচনা করে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার বাকিমাত্র।

আসলাম চৌধুরীর জনসংযোগ শাখার কর্মকর্তা আবু তাহের বলেন, সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা সেখানে তিনি (আসলাম চৌধুরী) আমন্ত্রণ পেয়েছিলেন। সেখান থেকে তিনি বিভিন্ন কাগজপত্রাদিও বুঝে পেয়েছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠিপত্র আসেনি।’

আজ রবিবার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হবে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা আবু তাহের।

এর আগে মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, রেলপথ অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ করে আসলাম চৌধুরী অনুসারিরা। এ ঘটনায় চার নেতাকর্মীকেও বহিস্কার করে দলটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।