ঢাকাThursday , 25 December 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু!

admin
December 25, 2025 12:25 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে বাবার মৃত্যুর দুই দিনের মাথায় ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম ইমাম হোসেন (১৭)। তিনি স্থানীয় সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা নুরুল আবছার (৫৫) রবিবার (২১ ডিসেম্বর) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আবছার ছিলেন একজন হতদরিদ্র রিকশাচালক। রিকশা চালিয়েই পাঁচ সদস্যের পরিবার পরিচালনা করতেন। অর্থাভাবে তিনি একাধিকবার হৃদ্‌রোগে আক্রান্ত হলেও নিয়মিত চিকিৎসা নিতে পারেননি। গত রবিবার তিনি মারা যান।

বাবার মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েন তার ছোট ছেলে ইমাম হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই এলাকার বাসিন্দা মো. নুর উদ্দিন বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকেই ইমাম মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরিবারের এমন করুণ পরিণতিতে সবাই শোকাহত।’

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, ‘বাবার মৃত্যুর দুই দিনের মাথায় ছেলের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দেন।’

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বুজর্গ উমেদ নগর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজার পর ইমাম হোসেনের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।