ঢাকাSaturday , 3 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল : কারণ জানালেন নিজেই

admin
January 3, 2026 5:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কেন এমনটা হলো, সেই কারণ নিজেই জানিয়েছেন তরুণ এই চিকিৎসক।

গণমাধ্যমকে তাসনিম জারা জানিয়েছেন, তার মনোনয়পত্রে সই করা দুইজন সমর্থক ঢাকা-৯ আসনের ভোটার না হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা-৯ এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আজকে বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আপিলের প্রক্রিয়া এরইমধ্যে আমরা শুরু করেছি।’

স্বাক্ষর ভুল থাকার বিষয়ে জারা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যে কয়টা স্বাক্ষর প্রয়োজন, তার চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছি। এর মধ্যে ১০ জনের স্বাক্ষর তারা যাচাই করেছে। আটজনের স্বাক্ষরের সত্যতা তারা পেয়েছে।

দুইজন জানতেন তারা ঢাকা-৯ এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা এই আসনের ভোটার নন।

সাবেক এনসিপি নেত্রী বলেন, ‘একজনের বাসা খিলগাঁওয়ে। তবে এই এলাকার একাংশ ঢাকা-৯ এবং আরেক অংশ ঢাকা-১১ আসনে পড়ে। স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা-৯ এর ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর করেছেন।

আরেকজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা-৯ এর ভোটার। কয়েক বছর আগে উনি শরীয়তপুরে নির্বাচন কমিশনে গিয়ে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোনো আপডেট পাননি। নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজ অনুযায়ী দেখা যাচ্ছে, তিনি শরীয়তপুরের ভোটার।’

অভিযোগ করে তিনি বলেন, ‘দুইজনের জানার কোনো উপায় ছিল না তারা কোন আসনের ভোটার। এই তথ্য জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তাসনিম জারার দাখিলকৃত মনোনয়নপত্রটি অবৈধ বলে ঘোষণা দেন।

গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তরুণ এই চিকিৎসক। সেদিনই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।