স্টাফ রিপোর্টার : বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রীসহ চীনের পাঁচজন নাগরিককে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) রাতে এ তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রীসহ চীনের পাঁচ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া টেলিগ্রাম প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
