ঢাকাSaturday , 17 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালীতে সেনা অভিযানে দুই সন্ত্রাসী গ্রেপ্তার : অস্ত্র উদ্ধার

admin
January 17, 2026 5:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি শটগান ও পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে বেংগুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি বিদেশি শটগান, দুইটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

সেনাসদস্যরা জানান, অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় তারা পালাতে পারেননি।

এ সময় একটি বিদেশি পিস্তল ও কিছু গোলাবারুদ জব্দ করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিলেন। এসব স্থানের মধ্যে ছিল পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়ের নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির স্তূপ। পরে এসব স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা অতীতেও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি নিজেরা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করতেন।

অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ জব্দ করা মালামালের তালিকা তৈরি করে গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।