ঢাকাSaturday , 17 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারে কৃষকদল

admin
January 17, 2026 7:02 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মনু ভূঁইয়াপাড়া সড়কে স্বেচ্ছায় সংস্কারকাজ শুরু করেছে উপজেলা কৃষকদল। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।

বিশেষ করে স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

এলাকার বাসিন্দা শোয়েব হাসান বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। কাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি পাচ্ছেন। দ্রুত কাজ শেষ হলে দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘মিরসরাইবাসীর কল্যাণ ও এলাকার উন্নয়নে তিনি সবসময় কাজ করে যেতে চান। মনু ভূঁইয়াপাড়া সড়কটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছেছিল।

এলাকাবাসীর ভোগান্তি লাঘবের জন্য ব্যক্তিগত উদ্যোগে সড়কটির ব্রিক সলিংয়ের কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।’

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।