ঢাকাSunday , 18 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা টেবলেট উদ্ধার : বিজিবির সঙ্গে গোলাগুলি!

admin
January 18, 2026 1:56 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের খারাংখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলাকালে বিজিবি ও মাদক চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি হয়েছে।

বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ১৬ জানুয়ারি রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের খারাংখালী বিওপি এলাকায় অবস্থান নেয়। সীমান্ত পিলার বিআরএম-১৪ থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার ইলিয়াসের বাড়ি সংলগ্ন এলাকায় টহল পরিচালনা করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মায়ানমার দিক থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড গুলি ছোড়ে। পরে মাদক কারবারিরা সাঁতরে পুনরায় মায়ানমারের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল রঙের দুটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচ টেপে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী ২০টি কার্টন উদ্ধার করা হয়।

পলাতক মাদক কারবারিদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।