ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক,এম.এন আবছার।

মাটিরাঙ্গা ৯নং পৌর সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম সুমন, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান হোসেন সোহাগ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন : পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি মো: রবিউল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে শিল্পী, পৌর ছাত্রদল নেতা মো: শাহিন, মো: দিদার হোসেন সহ আরো অনেকে।
