ঢাকাMonday , 19 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী গাড়ি উল্টে একজনের মৃত্যু

admin
January 19, 2026 7:34 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে এক দৃষ্টিপ্রতিবন্ধী পথচারীর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় ট্রাকটির চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষা করতেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী লেনে চলাচলরত এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

ট্রাকটি উল্টে যাওয়ার আগে সড়কের পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়। চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।