স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব-৭।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গনমাধ্যম) এ.আর.এম.মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করছিল।
এ সময় স্থানীয় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, নিহত সদস্যের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।
