ঢাকাWednesday , 21 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

admin
January 21, 2026 4:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”

চলচ্চিত্রে ইলিয়াস জাভেদের পরিচিত মুখ হওয়ার যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেন। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা।

ইলিয়াস জাভেদ একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও স্বীকৃত ছিলেন।

নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত শতাধিক চলচ্চিত্রের মধ্যে ‘নিশান’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। পরে স্বপরিবারে পাঞ্জাবে চলে আসেন।

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। চলচ্চিত্রপ্রেমীরা তাকে সোনালী যুগের এক স্মরণীয় নায়ক ও নৃত্যশিল্পী হিসেবে মনে রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।