ঢাকাThursday , 22 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বহদ্দারহাটে বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেপ্তার ১

admin
January 22, 2026 7:31 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্র ক্রয়–বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় সিএন্ডবি বালুর টালসংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে সিএনজিটি আটক করা হয়।

গ্রেপ্তার আসামির হলেন : মো. আলমগীর (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তাঁর কাছে একটি অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর ভাড়ায় চালিত সিএনজির চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে সিএনজিটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএম ক্যালিবারের।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি অবৈধ অস্ত্র কেনাবেচার একটি চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।