স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
সেনা সূত্র জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
অভিযানের সময় শানু সেনাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে এ সময় মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।
সেনাবাহিনী আটক দুইজনকে উদ্ধারকৃত অবৈধ অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করেছে।
