স্টাফ রিপোর্টার : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনের গজারিয়ায় আজার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেলা ২টার দিকে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস লালমোহনের আজার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে বাসটি সড়কের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে।
অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নারী অপর দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার অভিযান চলছে।
