ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া’র পক্ষে জনসংযোগ ও উঠান বৈঠকে সরগরম হয়ে উঠেছে মাটিরাঙ্গা।

পৌরসভার এনং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বাবু পাড়া নামক এলাকায় পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন চেয়ারম্যান।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি শাহজালাল কাজল, সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন প্রমুখ।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সাকিল, পৌর ছাত্রদল নেতা শাহিন, দিদার সহ ত্রিপুরা ও মারমা সম্প্রদায় প্রতিনিধি, পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
