ঢাকাWednesday , 28 January 2026
  • অন্যান্য
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে ট্রাক ; নিহত ২

admin
January 28, 2026 7:24 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

নিহতের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম খাদিজা মাশমুম। তিনি বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আহত তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি অটোরিকশা ও পথচারীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী হাফেজ শাহাবুদ্দিন বলেন, ‘আমি একজনের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি এসে সিএনজিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুইজন মারা যান, একজন মাদরাসার ছাত্রী, অপরজন পথচারী। আহতদের হাসপাতালে পাঠিয়েছি।’

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী জানান, হাসপাতালে আনা দুই শিক্ষার্থীর মধ্যে একজন মারা গেছেন, অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।