ঢাকাThursday , 11 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

admin
September 11, 2025 6:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বসুন্ধরাস্থ আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাশিয়ার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। পরে বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ঢাকা-মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। এ সময় রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভবিষ্যতেও দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়া, মস্কোতে আয়োজিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য আমীরে জামায়াতকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। ডা. শফিকুর রহমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।