ঢাকাThursday , 11 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবল দল

admin
September 11, 2025 6:16 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : বিক্ষোভে উত্তাল নেপালে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিরাপত্তা শঙ্কা থাকায় দেশটি থেকে দেশে ফিরতে পারছিল না লাল-সবুজের দল। অবশেষে আজ বিমানবাহিনীর বিশেষ বিমানে করে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে দেশে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।

দুইটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচটি গোলশূণ্য ড্র করে বাংলাদেশ। কিন্তু একদিনের ব্যবধানেই নেপালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তাতে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়।

টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে জামালদের দেশে ফেরার ব্যবস্থা নেয়।
 
যদিও এদিন বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল জামালদের। তবে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করার পর অবশেষে প্রায় ৩টার সময় তারা রওনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।