খেলাধুলা ডেস্ক : টি-২০ এশিয়া কাপে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে ছোট করে দেখার মন্তব্য এসেছে নানা বিশ্লেষক ও সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে। যদিও দলের ফর্ম ধরে রাখা এবং মাঠে জয় প্রদর্শনের লক্ষ্য স্পষ্ট।
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে তানজিম সাকিব বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিব। কে বড় বলল, কে ছোট বলল, তা আমাদের দেখার বিষয় না।’
দল বর্তমানে ফুরফুরে মেজাজে আছে। দুই ম্যাচের মাঝে একদিনের বিরতি কাটিয়ে ক্রিকেটাররা হোটেলে অবস্থান করেছেন। মাঝে কেবল জুম্মার নামাজ আদায়ে মসজিদে যান।
সাকিব আরও জানান, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা একটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব। ওয়ানডে বিশ্বকাপে জিতেছি। শেষ সিরিজেও তাদের বিপক্ষে জিতেছি। এটা আমাদের প্রেরণা দেবে।
অভ্যাস অনুযায়ী দলের অনুশীলন নয়, কৌশল নির্ধারণ ও উইনিং কম্বিনেশন ধরে রাখাতেই আজকের দিন বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে নতুন উইকেটের সঙ্গে মানিয়ে খেলার বিষয় মাথায় রাখতে হবে।
শ্রীলঙ্কা, অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করছে। আফগানিস্তানের সঙ্গে গ্রুপে রানরেটের লড়াই রয়েছে, তাই লঙ্কান দলও সুপার ফোরে যাওয়ার জন্য পয়েন্ট টেবিলের প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাইছে। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, “ভক্তদের জন্য আমরা চ্যালেঞ্জিং লড়াই দেখাব। ভালো ম্যাচ উপহার দিতে চাই।”
