ঢাকাSunday , 14 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু!

admin
September 14, 2025 4:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে এবং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে ইকোনমিক জোন এলাকায় যাওয়ার পথে রিপনের মোটরসাইকেল একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে টানা সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার সকালে তিনি মারা যান।

ঘটনাটি নিশ্চিত করে মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল বলেন, ‘রিপন সড়ক দুর্ঘটনায় মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।