রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটী এলাকায় অপরিচিত পাঁচজনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে স্থানীয়রা।
এ সময় একজন পালিয়ে যান। তখন খবর পেয়ে তাদের ছাড়াতে আসেন সাদেক ও কাজলী নামে এক নারী। তাদেরকেও আটক করে স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের মাইক্রোবাস জব্দ করে পুলিশ। তখন মাইক্রোবাসটি উত্তেজিত জনতা ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, গত চার মাসে এই এলাকা এবং আশপাশের এলাকা থেকে অন্তত ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।
আটক আসামিরা হলেন : স্বরন, মোখলেছ, সোহেল, আপন, কাজলী ও সাদেক।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক জানান, রাতে পিঙ্গলহাটিতে গরু চোর সন্দেহে ছয়জনকে আটকের খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
