ঢাকাMonday , 15 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী মাঝি গ্রেপ্তার

Link Copied!

  • স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স।
  • রোববার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে জাহাঙ্গীর মাঝির সঙ্গে কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীও আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক অন্যদের পরিচয় জানা যায়নি।

টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে সে আত্মগোপনে থাকলেও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে তাকে আটক করা সম্ভব হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিরা এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, জাহাঙ্গীর মাঝির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।