মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
তিনি জানান, যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে একদল ব্যক্তি মশাল, লাঠি, ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
অভিযানে মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০) আটক হন। এ সময় অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো পাঁচটি বাঁশের মশাল, ১১টি ইটের টুকরা, একটি ভিভো ও একটি রেডমি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
ঘটনার পর বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (নং-১২, তারিখ-১৬/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামি সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।
