স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
সভায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
