স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৮ জনকে আটক করেছে। এ সময় মাদক উদ্ধার করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতভর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মাদক মামলায় ৬ জন, অন্যান্য মামলায় ১ জন, দ্রুত বিচার মামলায় ১ জন, পরোয়ানা মূলে ৪ জন ও ডিএনপি অধ্যাদেশ ৬ জনসহ মোট ১৮ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন : রাব্বি, মুরাদ, মোবারক, ওবায়দুল, সালাউদ্দিন, গোলাম রাব্বি, সৈয়দ কায়সার হাবিব, শাওন, জাহাঙ্গীর আলম, রহিম, আবুল হোসেন, মান্নান, আলামিন, আলামিন ইসলাম, সোহেল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম ও জাহিদ।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে আমরা ১৮ জনকে গ্রেফতার করেছি।
এ এলাকায় অপরাধ দমন করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আশা করছি খুব শিগগির আমরা অপরাধ দমনে কাজ করতে পারব।
