অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সিটে থাকা আল আমিন মিয়া (২৫) নামের এক যুবকের স্কুলব্যাগ থেকে চার কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে এ যুবককেও আটক করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরবেলা গোবিন্দগঞ্জ পূর্ব চারমাথা মোড়ে বনফুল হোটেলের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তয়েজ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তখন বাসটির সিটে বসে থাকা আল আমিন মিয়ার হেফাজতের স্কুলব্যাগের ভেতর থেকে চার কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
