স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
এ সময় আব্দুল হালিম ইমন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের উদ্যোগে আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক আব্দুল হালিম ইমন ওই বাড়ির মোহাম্মদ শফি আলমের ছেলে।
সেনা সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা মো. ইরফান ও মো. আব্দুল হালিম ইমনের ঘরে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিতে ইরফানের ঘরে কিছু না পাওয়া গেলেও ইমনের ঘর থেকে ১টি রাইফেল, ৩টি রাইফেল অ্যামুনেশন, ৬টি পিস্তলের অ্যামুনেশন, ৭টি বন্দুকের কার্তুজ, ১১টি ব্ল্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল ফোন, ১টি চাইনিজ কুড়াল, ২টি পাহাড়ি দা, ৭টি ছোট-বড় চাকু, ১টি চেইন ও ইয়াবা, মদ ও গাজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হালিম ইমন এবং উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামাদি ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
