অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা রোড এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
দগ্ধরা হলেন : মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।
চমেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা যায়, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
